ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে খুলল কোভিড ইউনিট, উদ্বোধন করলেন দেব

ডাক্তার, নার্স, অক্সিজেন-সহ করোনা চিকিত্সার সব সুবিধে ওই ইউনিটে থাকবে

Updated By: May 31, 2021, 07:40 PM IST
ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে খুলল কোভিড ইউনিট, উদ্বোধন করলেন দেব

নিজস্ব প্রতিবেদন: জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। সেকথা মাথায় রেখেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি পৃথক কোভিড ইউনিট খোলার পরিকল্পনা করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। আজ খুলে গেল সেই ইউনিট।

আরও পড়ুন-রাজ্যর নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা

সোমবার ডেবরা(Debra) সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩৫ শয্যার ওই কোভিড ইউনিটের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী(Dev)। উদ্বোধন অনুষ্ঠানে দেবের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল, রাজ্যের মন্ত্রী ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ও জেলা স্বাস্থ্য আধিকারিক নিমাই মণ্ডল।

আরও পড়ুন-অবসর নিলেন আলাপন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ Mamata-র  

হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে জেলাশাসক রেশমি কমল বলেন, জেলায় আগে ৬০০-র বেশি বেড ছিল। আজকের পর কোভিড বেড়ের সংখ্যা সাড়ে সাতশো হবে। ডাক্তার, নার্স, অক্সিজেন-সহ করোনা চিকিত্সার সব সুবিধে ওই ইউনিটে থাকবে। এই ইউনিট খোলার ফলে খড়গপুর(Kharagpur), নারায়ণগড়-সহ একাধিক এলাকার মানুষ করোনা চিকিত্সার সুবিধে পাবেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.