লিভার ফাউন্ডেশন ও এলাকার TMC বিধায়কের উদ্যোগে লাভপুরে চালু হল Covid Care Centre

আপাতত এই হাসপাতালে মোট ২৫ টি বেড রয়েছে। যার মধ্যে ৫ টি বেড মহিলার জন্য

Updated By: May 18, 2021, 07:20 PM IST
লিভার ফাউন্ডেশন ও এলাকার TMC বিধায়কের উদ্যোগে লাভপুরে চালু হল Covid Care Centre

নিজস্ব প্রতিবেদন: এলাকার কোভিড রোগীদের কথা মাথায় রেখে লাভপুরের সদ্য জয়ী তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ ও কলকাতার লিভার ফাউন্ডেশনের কর্ণধার স্বনামধন্য চিকিৎসক ডা অভিজিৎ চৌধুরী উদ্যোগে লাভপুরের আইটিআই কলেজে শুরু হল একটি কোভিড কেয়ার সেন্টার। বিনামূল্যে এখানে পাওয়া যাবে করোনা চিকিৎসার পরিষেবা। আজ ওই সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক অভিজিৎ সিংহ।

আরও পড়ুন-  কোভিড রোগীদের জন্য ঘাটাল-সহ রাজ্যের ৩ জায়গায় Community Kitchen চালু করলেন দেব

বিধানসভা নির্বাচনের মাঝে রাজ্যে করোনা সংক্রমণ হুহু করে বেড়ে যাওয়ায় চিন্তিত ছিল প্রশাসন। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এলাকার মানুষের কথা ভেবে অভিজিৎ সিংহ, লাভপুর বিধানসভার মানুষের উন্নততর চিকিৎসার জন্য যোগাযোগ করেন কলকাতার লিভার ফাউন্ডেশনের চিকিৎসক ডা অভিজিৎ চৌধুরীর সঙ্গে। তিনি চিকিৎসা পরিষেবার জন্য জায়গা চাইলে অভিজিৎ সিংহ তাকে লাভপুর আইটিআই কলেজ এর সন্ধান দেন।

গতবছর করোনা আবহে এই আইটিআই কলেজকে সরকারের তরফে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল। তাই কলেজের পরিকাঠামো দেখে সন্তুষ্ট হন ডাক্তার ও প্রশাসনের প্রতিনিধিদল। সাত দিনের মধ্যে এই আইটিআই কলেজকে করোনা কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলা হয়। সেই মতোই আজ থেকে শুরু হল এই কোভিড কেয়ার সেন্টার ৷  এই সেন্টারের কারনে উপকৃত হবেন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ। এমনটাই জানিয়েছেন স্থানীয় বিধায়ক ও দায়িত্বে থাকা চিকিৎসকরা৷ 

আরও পড়ুন-'ওঁর ওষুধ, ওঁর সব কিছু আমার কাছে,' প্রেসিডেন্সির দুয়ারে ভেঙে পড়লেন শোভনের বৈশাখী 

লাভপুরের বিধায়ক বলেন,  নির্বাচনের মাঝে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে তাতে আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। তাই জেতার পর প্রথম লক্ষ্য গ্রামের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া ও করোনা সংক্রমণকে ঠেকানো। সেজন্য বীরভূম জেলারই সুসন্তান ডা অভিজিৎ চৌধুরী সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা পরিষেবার দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। উনি আমার এক কথায় রাজি হয়ে যান। এবার গ্রামের মানুষ করোনায় আক্রান্ত হলে বা অক্সিজেনের ঘাটতি হলে বোলপুর বা সিউড়ি যেতে হবে না, এই আইটিআই কলেজ থেকেই চিকিৎসা পরিষেবা সুযোগ মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। 

এই কোডিভ সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক ডা তানিয়া কবির জানান,  এই উদ্বোগ সত্যিই সাধুবাদ জানানোর।৷ করোনার ক্ষেত্রে এখানে বেসিক সমস্ত ট্রিটমেন্ট পাওয়া যাবে৷  পরে বাড়াবাড়ি হলে রোগীকে সিউড়ি হাসপাতাল রেফার করা হবে৷ 

আপাতত এই হাসপাতালে মোট ২৫ টি বেড রয়েছে। যার মধ্যে ৫ টি বেড মহিলার জন্য। আর বাকি ২০ টি বেড পুরুষের জন্য ৷  এছাড়াও, সমস্ত বেডের জন্যই অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে৷

.