বাড়িতে বুড়ো বাবা-মা; সেফ হোম পাননি, টয়লেটেই আইসোলেশনে করোনা আক্রান্ত যুবক

এমন কোনও ঘটনার কথা জানেন না ধুপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্জের কাউন্সিলর

Updated By: May 9, 2021, 04:53 PM IST
বাড়িতে বুড়ো বাবা-মা; সেফ হোম পাননি, টয়লেটেই আইসোলেশনে করোনা আক্রান্ত যুবক

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই শুরু আতঙ্ক। হাসপাতালে জায়গা পাওয়া দুস্কর। আইসোলেশনেও যে থাকবেন বাড়িতে সেরকম ঘর কোথায়! শেষপর্যন্ত বাথরুমেই আশ্রয় নিলেন প্রকাশে অনিচ্ছুক ধুপগুড়ির এক যুবক।

আরও পড়ুন-BJP-র পরাজয়ে ব্য়ঙ্গাত্মক পোস্ট! বন্ধ কবি'র ফেসবুক অ্য়াকাউন্ট

ধুপগুড়ি(Dhupguri) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক কাজ করেন একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায়। গত ৬ মে তাঁর আরটিপিসিআর(RT-PCR) টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই দুশ্চিন্তা ভেঙে পড়ে মাথায়। বাড়িতে বয়স্ক বাবা-মা। আইসোলেশনে থাকার মতো ঘরই নেই। শেষপর্যন্ত বাথরুমে থাকারই সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে, এলাকার কেউ কোভিড পজিটিভ হলে তার সঙ্গে ব্লক স্বাস্থ্য দফতরের যোগাযোগ হওয়ার কথা। সেফ হোমের ব্যবস্থা তারাই করতে পারেন। কিন্তু কারও কোনও দেখা নেই। এমনটাই অভিযোগ করছেন প্রতিবেশীরা।

আরও পড়ুন- সোনওয়াল নন, এবার অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা

এদিকে, এমন কোনও ঘটনার কথা জানেন না ধুপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্জের কাউন্সিলর নমিতা রায়। তিনি জানান, পরিবারের তরফে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। তবে এনিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ঘটনা নিয়ে ধূপগুড়ির বিএমওএইচ সুরজিত ঘোষ বলেন বিষয়টি আমি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.