গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৫৪, কলকাতায় মৃত ৪
এখনও পর্যন্ত রাজ্যের তিন জেলা সবচেয়ে বেশি আক্রান্ত। এগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা
নিজস্ব প্রতিবেদন: রাজ্য বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শনিবার রাজ্যে আক্রান্ত হলেন ৪৫৪ জন। মৃত্যু হল ১২ জনের।
আরও পড়ুন-৪২ হাজার মানুষের উপর শুরু হচ্ছে অক্সফোর্ডের তৈরি করোনা টিকার শেষ পর্বের ট্রায়াল!
রাজ্য স্বাস্থ্য দফতরের এক বুলেটিনে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত রাজ্যে করোনা আত্রান্তের সংখ্যা ১০,৬৯৮ জন। তবে আক্রান্তের সংখ্যা শুক্রবারের তুলনায় সামান্য কমলো। এদিন আক্রান্ত হন ৪৭৬ জন। শুক্রবার মৃত্যু হয়েছিল ৯ জনের। শনিবার মৃত্যুর সংখ্যা খানিকটা বেড়ে হল ১২। সবেমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার শিকার হলেন ৪৬৩ জন।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৫৪২ জন। শনিবারই ছাড়া পেয়েছেন ৩৩৬ জন। ছাড়া পাওয়ার হার ৪২.৪৫ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৬৯৩ জন।
আরও পড়ুন-দেশের মানচিত্রে ভারতের এলাকা, নতুন ম্যাপের পক্ষে সংবিধান সংশোধনী বিল পাস নেপাল সংসদে
এদিকে, এখনও পর্যন্ত রাজ্যের তিন জেলা সবচেয়ে বেশি আক্রান্ত। এগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি। কলকাতায় এখনও পর্যন্ত করোনা ৩,৫১৪, মৃত ২৮৭। শনিবার মৃত্যু ৪ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৯৩, মৃত ৭০। শনিবার মৃত্যু হয়েছে ৫ জনের। হাওড়ায় এখনও পর্যন্ত আক্রান্ত ১৬৮২, মৃত ৬০। শনিবার মৃত্যু হয়েছে ২ জনের।