পুজোর আগে বাড়ল উদ্বেগ, একদিনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় রেকর্ড রাজ্যে

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭৪২ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের

Updated By: Oct 6, 2020, 11:02 PM IST
পুজোর আগে বাড়ল উদ্বেগ, একদিনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় রেকর্ড রাজ্যে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: পুরনো সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,৩৭০ জন। প্রাণ হারালেন ৬৩ জন। পুজোর সপ্তাহ তিনেক আগে উদ্বেগ বাড়ল রাজ্য সরকারের।

আরও পড়ুন-করোনা রুখতে যোগচর্চার পরামর্শ কেন্দ্রের! মৃদু উপসর্গযুক্তদের জন্যেও নয়া নির্দেশিকা

রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন রাজ্যের ২,৭৭,০৪৯ জন। মৃত্যু হল মোট ৫,৩১৮ জনের। তবে সুস্থ হয়েছেন ২,৪৩,৭৪৩ জন। শতকরা হিসেবে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ।

করোনা সংক্রমণ বা মৃতের সংখ্যায় বরাবরই রাজ্য সরকারকে চাপে রেখেছে কলকাতা। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বেশিরভাগ সময়েই আক্রান্ত ও মৃতের সংখ্যায় অন্যান্য জেলার থেকে এগিয়ে থেকেছে কলকাতা। তবে মাঝে মধ্যে কলকাতাকেও পেছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা।

আরও পড়ুন-ফের হাথরস; ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, টানা লড়াইয়ের পর মৃত্যু দিল্লির হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭৪২ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৭১২ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। হাওড়ায় গত একদিনে আক্রান্ত ১৬০, মৃত্যু ৪ জনের। 
     

.