সরকারি হোমে ছড়াল Covid সংক্রমণ, আক্রান্ত ২৩ কিশোর

আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। অধিকাংশই কিশোরই সুস্থ রয়েছে

Updated By: Jun 5, 2021, 08:46 PM IST
সরকারি হোমে ছড়াল Covid সংক্রমণ, আক্রান্ত ২৩ কিশোর

নিজস্ব প্রতিবেদন: এবার সরকারি হোমে করোনা আক্রান্ত হল ২৩ কিশোর।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ(Kaliaganj) ব্লকের কুনোর-এ সিএনপিসি বয়েজ হোমে করোনা আক্রান্ত হয়েছে ২৩ আবাসিক কিশোর। হোমটি চালায় ভারত সেবাশ্রম সংঘ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-দলে কোনও বেসুর নেই, এক-দু'জন চলে গেলে কিছু যায় আসে না: Dilip Ghosh

জেলা স্বাস্থ্য দফতর ও সংঘ সূত্রে খবর, কয়েকদিন আগে আবাসিকদের মধ্য়ে ২ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা যায়। সঙ্গেসঙ্গেই তাদের লালারস পরীক্ষা(RT-PCR) করা হয়। সেই পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। পরে বাকীদের করোনা পরীক্ষা হলে পজিটিভ হয় আরও ২১ কিশোর।

আরও পড়ুন- তৃণমূলে চালু হল 'এক ব্যক্তি এক পদ' নীতি, সাংগঠনিক বৈঠকে ঘোষণা Mamata-র

হোমের প্রধান স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ এনিয়ে বলেন, হোমে ১৮ বছরের কম বয়সী কিশোররাই থাকে। করোনা ধরা পড়ার পর তাদের দেখভাল ও চিকিত্সার সব ব্যবস্থা করেছে ব্লক ও জেলা স্বাস্থ্য দফতর। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। অধিকাংশই কিশোরই সুস্থ রয়েছে। দুজনের সামান্য জ্বর রয়েছে। হোমেই তাদের চিকিত্সা চলছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.