গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১২৪, মৃত্যু ৫ জনের

রবিবারের তুলনায় সোমবার রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা ভালোই বলা যায়। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

Reported By: সুতপা সেন | Updated By: May 11, 2020, 10:30 PM IST
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১২৪, মৃত্যু ৫ জনের
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: রবিবারের তুলনায় সোমবার রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা ভালোই বলা যায়। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন-মঙ্গলবার ভেলোর থেকে হাওড়ায় ঢুকছে বিশেষ ট্রেন, রয়েছেন ১২ জেলার ১১৮৬ যাত্রী

# গতকাল রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১৫৩ জন। মৃত্যু হয়েছিল ১৪ জনের।

#  সোমবার পরিস্থিতির কিছুটা ভালো। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন। আর মৃত্যু হয়েছে ৫।

# তবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০৬৩।

# এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ১১৮। গতকাল এই সংখ্যা ছিল ১১৩।

# এখনও পর্যন্ত কো-মরবিটিতে মৃত্যুর সংখ্যা ৭২। গতকালও এই সংখ্যা একই ছিল।

# এখনও পর্য্ন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৪৯৯ জনকে।

# ১১ মে পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৪।

# রোগী ছাড়া পাওয়ার হার ২৪.১৯ শতাংশ।

# ১০ মে পর্যন্ত স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৩,৪১৪

# ১১ মে স্যাম্পেল টেস্ট হয়েছে ৪২০১

# করোনা টেস্য়ট হচ্ছে রাজ্যে ১৮ ল্যাবে।

# এ সপ্তাহে আরও ২ ল্যাব বেড়েছে।

.