Vaccine পেতে নাম রেজিস্ট্রেশন; মানুষের হয়রানি কমান, Modi-কে ফের চিঠি অধীরের

কংগ্রেস সাংসদ লিখেছেন, দেশের খুব কম সংখ্যক মানুষের হাতে কমপিউটার কিংবা স্মার্ট ফোন আছে

Updated By: May 11, 2021, 12:05 AM IST
Vaccine পেতে নাম রেজিস্ট্রেশন; মানুষের হয়রানি কমান, Modi-কে ফের চিঠি অধীরের

নিজস্ব প্রতিবেদন: কোভিড পরিস্থিতিতে অক্সিজেন-ওষুধ দিয়ে বাংলার পাশে দাঁড়ানোর দাবি করে শনিবারই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্য কংগ্রেস প্রধান অধীর চৌধুরী। সোমবার ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিগত সমস্যার কথা তুলে নরেন্দ্র মোদীকে ফের চিঠি দিলেন অধীর।

আরও পড়ুন-Covid টিকার দ্বিতীয় ডোজ পাবেন কীভাবে,  জানিয়ে দিলেন মুখ্যসচিব

সোমবার প্রধানমন্ত্রীকে(Narendra Modi) লেখা এক চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন গোটা দেশের জন্যই জরুরি। কিন্তু ভ্যাকসিন পাওয়ার জন্য আগে থেকে নাম নথিভূক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।  অধীরের দাবি, এখানে সমস্যায় পড়ছেন দেশের গ্রামীন এলাকার মানুষজন।

কংগ্রেস সাংসদ লিখেছেন, দেশের খুব কম সংখ্যক মানুষের হাতে কমপিউটার কিংবা স্মার্ট ফোন আছে। তার উপরে টিকার(Covid Vaccine) জন্য নাম নথিভূক্ত করতে যে ইন্টারনেটের সুবিধে থাকা প্রয়োজন তার থেকে অনেক দূরে গ্রামীন ভারত।

আরও পড়ুন-Covid-এর ভারতীয় প্রজাতি গোটা বিশ্বের আশঙ্কার কারণ: WHO 

অধীর চৌধুরীর দাবি, এই সমস্যা সমাধান করতে পোস্ট অফিস, রেল স্টেশন-সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নাম নথিভূক্ত করার ব্যবস্থা করা হোক। এতে মানুষের হয়রানি কমবে। টিকা পাওয়ার জন্য মানুষকে হয়রানির হাত থেকে বাঁচানো প্রয়োজন।

.