বাড়ল সুস্থতার হার, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তদের সঙ্গে পাল্লা দিচ্ছেন করোনজয়ীরা
এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০৮,৩৮১। মৃত ২,৬২৮
নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই রাজ্য করোনা আক্রান্ত ও করোনামুক্ত রোগীর সংখ্যা পাশাপাশি চলেছে। গত একদিনে রাজ্য করোনা আক্রান্ত হয়েছেন ৩,২৭১ জন। করোনা মুক্ত হয়েছেন ৩,২৭৫ জন। সুস্থতার হার ৯৩.৩৩ শতাংশ। মঙ্গলবার এই হার ছিল ৯৩.২৮ শতাংশ, সোমবার ছিল ৯৩.২৩ শতাংশ।
আরও পড়ুন- শুভেন্দু এলে বিজেপির লাভ, ওঁর সঙ্গে ভোটব্যাঙ্কও আসবে: মুকুল
রাজ্য সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪,৯০,০৭০ জন। পাশাপাশি করোনমুক্ত হয়েছেন ৪,৫৭,৩৭৭ জন। বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, গত ৩০ দিনে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত কমেছে ৩৩.৯ শতাংশ।
Under @MamataOfficial's able leadership, West Bengal continues to overcome the battle against the Covid-19 pandemic:
Drop in no. of active cases by 33.9% in last 30 days
Drop in the positivity rate by 14.6% in last 30 dayshttps://t.co/mjJAiv2OLb— All India Trinamool Congress (@AITCofficial) December 2, 2020
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হয়েছেন ৫১ জন। সবে মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনার শিকার হলেন ৮,৫২৭ জন।
এদিকে, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পার করেছে। গত একদিনে কলকাতায় ফের করোনা আক্রান্ত হয়েছেন ৮৪১ জন, মৃত্যু হয়েছে ১২ জনের।
আরও পড়ুন-ছাড়পত্র পেল ফাইজার, দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে চলেছে গণটিকাকরণ
অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত হলেন ৬৯৭ জন, মৃত্যু হল ১১ জনের।
এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০৮,৩৮১। মৃত ২,৬২৮। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১,০২,৩১২ জন। মৃত্যু হয়েছে ২,০১০ জনের।