রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৩৬, মৃত্যু ৬ জনের

১৯ মে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩৭

Updated By: May 19, 2020, 09:38 PM IST
রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৩৬, মৃত্যু ৬ জনের
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: সোমবারের তুলনায় মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলো। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৪৮ জন। মঙ্গলবার তা কমে হল ১৩৬। এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে।

স্বাস্থ্য দফতর থেকে আরও জানানো হয়েছে

গত ১৮ মে পর্যন্ত রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ২৮২৫।

১৯ মে পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯৬১।

আরও পড়ুন-ভয়ঙ্কর আমফানের দাপটে তুমুল ঝড়-বৃষ্টি শুরু দিঘায়, দেখুন ছবি

এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ১০৭৪ জনকে।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

কো-মরবিটির কারণে মৃত ৭২ জন।

১৯ মে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩৭।

সুস্থ হয়ে ঘরে ফেরার হার ৩৬.২৭ শতাংশ।

অন্যদিকে

গত ১৮ মে পর্যন্ত রাজ্যে স্যাম্পল টেস্ট হয়েছে ৯৩,৫৭০ জনের।

১৯ মে স্যাম্পেল টেস্ট হয়েছে ৮,৭১২ জনের।

১৯ মে পর্যন্ত স্যাম্পল টেস্ট হয়েছে ১,০২,২৮২।

প্রতি দশ লক্ষে টেস্ট করা হয়েছে ১,১৩৬ জনের।

যাদের স্যাম্পল টেস্ট হয়েছে তাদের মধ্যে করোনা পজিটিভ ২.৮৯ শতাংশ।

আরও পড়ুন-ভুবনেশ্বরে শুরু প্রবল ঝড়, বালাসোরে-ভদ্রকে যুদ্ধকালীন তত্পরতায় মানুষজনকে সরিয়ে আনছে NDRF

রাজ্যে মোট টেস্ট ল্যাব ২৩টি।

এ সপ্তাহে নতুন করে ৫টি ল্যাব কাজ করা শুরু করেছে।

কোবিডের জন্য ডেডিকেটেড হাসপাতাল ৬৯টি।

রাজ্যে মোট আইসিউই বেডের সংখ্যা ৯২০।

.