রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯ জনের

 রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩,৮৮৭

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 12, 2020, 09:16 PM IST
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯ জনের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,১৬১ জন। কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা তিন হাজারের আসপাশেই ঘোরাফেরা করছে। তবে উল্লেখ্যযোগ্য বিষয় হল শনিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে হল ১,৯৯,৪৯৩। অর্থাত্ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছুঁইছুঁই।

আরও পড়ুন-কোভিড পজিটিভ রোগীর মৃত্যুতে বিপুল অঙ্কের বিল, চার্নক হাসপাতালে বিক্ষোভ পরিবারের

উল্লেখ্য, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা যেমন ভয়ের তেমনি সাহস দিতে পারে সুস্থ হওয়ার সংখ্যাও। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফেরা রোগীর সংখ্যা ১,৭২,০৮৫। সুস্থতার হার ৮৬.২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৩,০৪২ জন।

রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩,৮৮৭। রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৩,৫২১।

আরও পড়ুন-'আপনারা ধরে পিঠে একটু আদর করে দিন, নুন-লঙ্কা বাটা ছড়িয়ে থানার সামনে ফেলে দিয়ে চলে যান'

করোনা রোগী চিহ্নিত করতে স্যাম্পেল টেস্টের সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার। এখন রাজ্যে দৈনিক স্যাম্পেল টেস্টের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি। শনিবারই রাজ্যে স্যাম্পল টেস্ট হয়েছে ৪৭,১৩১ টি।

এদিকে, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কমার লক্ষণ নেই। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের ও উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৬ জন।

.