Ananta Maharaj: লোকসভার আগেই পৃথক কোচবিহার রাজ্য! চাঞ্চল্যকর দাবি অনন্ত মহারাজের

অনন্ত মহারাজের ওই দাবি নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ওঁর মনে হয়েছে উনি বলেছে। কিন্তু ওঁকে বলে রাখা দরকার যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন বাংলাভাগ হবে না

Updated By: Nov 5, 2022, 07:22 PM IST
Ananta Maharaj: লোকসভার আগেই পৃথক কোচবিহার রাজ্য! চাঞ্চল্যকর দাবি অনন্ত মহারাজের

তপন দেব: শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর পর আলিপুরদুয়ার। ফের পৃথক কোচবিহার রাজ্যের দাবি তুললেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। তাঁর দাবি, লোকসভা নির্বাচনের আগেই এনিয়ে পদক্ষেপ করবে কেন্দ্র। আলিপুরদুয়ারে আজ এমনই দাবি করলেন অনন্ত মহারাজ। পঞ্চায়ত নির্বাচন যত এগিয়ে আসছে ততই পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সরব হচ্ছে এক একটি সংগঠন। একসময় এই দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। কিন্তু পরবর্তীতে মানুষের আবেগের কথা মাথায় রেখে তারা কিছুটা পিছু হঠেছিলেন। তবে আজ অনন্ত মহারাজের কথায় স্পষ্ট, পৃথক কোচবিহার রাজ্যের দাবি থেকে তারা সরে আসছেন না।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গের বাইরে কোচবিহার; ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র, বিস্ফোরক অনন্ত মহারাজ

এদিন অনন্ত মহারাজ বলেন, পৃথক কোচবিহারের দাবি নিয়ে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী খুব শীঘ্রই তাঁকে ডাকবেন বলে জানিয়েছেন। আশাকরছি, লোকসভা নির্বাচনের আগেই কোচবিহারকে পৃথক রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হতে পারে। কেন্দ্রে যে সরকার ক্ষমতায় থাকবে তাকেই আমরা সমর্থন করব।

অনন্ত মহারাজের ওই বক্তব্য নিয়ে কী বক্তব্য বিজেপির? উল্লেখ্য, এনিয়ে সাবধানী বিজেপি। শিলিগুড়িতে অনন্ত মহারাজের বক্তব্যকেও সরাসরি সমর্থন করেননি রাজ্যের কোনও বিজেপি নেতা।  এনিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, উত্তরবঙ্গের উন্নয়ণ, অধিকার ও মর্যাদার জন্য যে লড়াই চলছে তার সঙ্গে আমরা রয়েছি। এনিয়ে প্রত্যেকের নিজস্ব বক্তব্য রয়েছে। আমার ব্যক্তিগত মত হল, উত্তরবঙ্গের উন্নয়ণ, অধিকার ও মর্যাদা কোন পথে সম্ভব তা সময়ই বলবে। 

অনন্ত মহারাজের ওই দাবি নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ওঁর মনে হয়েছে উনি বলেছে। কিন্তু ওঁকে বলে রাখা দরকার যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন বাংলাভাগ হবে না। রাজ্যের সব জায়গায় উন্নয়ণের জোয়ার এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। কিন্তু আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাবাগ আটকাব। বিজেপির উস্কানি থেকে কেউ কেউ একথা বলছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.