চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেতন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

স্থায়ী শিক্ষকদের সমান কাজ করতে হলেও তাঁরা বেতন পাচ্ছেন তিন ভাগের এক ভাগ। এই অভিযোগে ২০১৪ সালে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে

Updated By: Jul 5, 2019, 06:52 AM IST
চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেতন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: রথে রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য সুখবর। ওইসব শিক্ষকদের ন্যূনতম বেতন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন-প্রথম ছবি: নুসরত-নিখিলের ভোজসভায় মুখ্যমন্ত্রী, নবদম্পতিকে করলেন আশীর্বাদ 

বৃহস্পতিবার চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন সংক্রান্ত একটি মামলায় রায় দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। ওই রায়ে বলা হয় চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেতন হবে স্থায়ী শিক্ষকদের বেসিক বেতনের সমান। বিদ্যালয়ের গ্রেড অনুযায়ী শিক্ষকের বেতন ঠিক হবে। শুধুমাত্র শিক্ষকদের জন্যই নয়, চুক্তিভিত্তিক অন্যান্য শিক্ষাকর্মীদের জন্য একই নির্দেশ লাগু হবে।

আরও পড়ুন-বাজেটে আজ কী কী ঘোষণা করতে পারে মোদী সরকার? 

স্থায়ী শিক্ষকদের সমান কাজ করতে হলেও তাঁরা বেতন পাচ্ছেন তিন ভাগের এক ভাগ। এই অভিযোগে ২০১৪ সালে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ, সম্পূর্ণ সময় ও সমান কাজ হলে শিক্ষকদের ওই সুযোগ দিতে হবে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে ওই রায় দিল হাইকোর্ট।

.