রায়গঞ্জ পুরভোটে সম্ভবত লড়বে না কংগ্রেস!

প্রার্থী ঘোষণার পরও হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছেন জেলা কংগ্রেসের বহু নেতা। তাই রায়গঞ্জ পুরভোটে সম্ভবত আর লড়বেই না কংগ্রেস। জোটের সব ঠিকঠাক ছিল। রায়গঞ্জে গড় ধরে রাখতে পুরভোটে বামেদের সঙ্গে আসন সমঝোতায় যায় কংগ্রেস। ঠিক হয় মোট ২৭টি আসনের মধ্যে কংগ্রেস প্রার্থী দেবে ১৯টি আসনে। বাকি ৮টি আসনে প্রার্থী দেবে বামেরা। কিন্তু আচমকা ধাক্কা। গতকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন উত্তর দিনাজপুরে কংগ্রেসের জেলা সম্পাদক সন্দীপ বিশ্বাস। এরপরই শোনা যায় পুরভোটের প্রার্থী সহ একাধিক জেলা নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। সঙ্কট মোকাবিলায় আজ রায়গঞ্জে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন  দীপা দাশমুন্সি, জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ হাতে গোনা কয়েকজন নেতা। ম্যারাথন বৈঠক শেষে কেউ মুখ খোলেননি। সূত্রের খবর, বৃহস্পতিবার রায়গঞ্জ সফরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরভোটে লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করবেন অধীর চৌধুরী। 

Updated By: Apr 18, 2017, 10:45 PM IST
রায়গঞ্জ পুরভোটে সম্ভবত লড়বে না কংগ্রেস!

ওয়েব ডেস্ক: প্রার্থী ঘোষণার পরও হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছেন জেলা কংগ্রেসের বহু নেতা। তাই রায়গঞ্জ পুরভোটে সম্ভবত আর লড়বেই না কংগ্রেস। জোটের সব ঠিকঠাক ছিল। রায়গঞ্জে গড় ধরে রাখতে পুরভোটে বামেদের সঙ্গে আসন সমঝোতায় যায় কংগ্রেস। ঠিক হয় মোট ২৭টি আসনের মধ্যে কংগ্রেস প্রার্থী দেবে ১৯টি আসনে। বাকি ৮টি আসনে প্রার্থী দেবে বামেরা। কিন্তু আচমকা ধাক্কা। গতকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন উত্তর দিনাজপুরে কংগ্রেসের জেলা সম্পাদক সন্দীপ বিশ্বাস। এরপরই শোনা যায় পুরভোটের প্রার্থী সহ একাধিক জেলা নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। সঙ্কট মোকাবিলায় আজ রায়গঞ্জে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন  দীপা দাশমুন্সি, জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ হাতে গোনা কয়েকজন নেতা। ম্যারাথন বৈঠক শেষে কেউ মুখ খোলেননি। সূত্রের খবর, বৃহস্পতিবার রায়গঞ্জ সফরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরভোটে লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করবেন অধীর চৌধুরী। 

 

.