আইটিআইতে ভর্তি করানোর নামে এক লক্ষ টাকা দাবি!

ফোনের কল রেকর্ডও তিনি তুলে দিয়েছেন পুলিসের হাতে।

Updated By: Jul 11, 2018, 01:53 PM IST
আইটিআইতে ভর্তি করানোর নামে এক লক্ষ টাকা দাবি!

নিজস্ব প্রতিবেদন:  মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন। তবু টনক নড়েনি কিছু ছাত্রনেতার। ভর্তির নাম করে টাকা আদায়ের চেষ্টা চলছেই। এবার অভিযোগ এল বীরভূমের দুবরাজপুর থেকে।

দুবরাজপুর আইটিআই তে ভর্তি করানোর নামে এক লক্ষ টাকা টাকা চাইল দুই ছাত্রনেতা। বিক্রম মণ্ডল ও সৌরভ মণ্ডল নামে দুই ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ছাত্র। ফোনের কল রেকর্ডও তিনি তুলে দিয়েছেন পুলিসের হাতে।

আরও পড়ুন: নৌকার ভিতরে উঁকি দিতেই পুলিসের শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত!

অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকে সিউড়ি থানায় তলব করেছে পুলিস। দুই অভিযুক্তই নিজেদের টিএমসিপি-র সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। দুই জনের কারও সঙ্গেই অবশ্য ওই আইটিআই-এর সঙ্গে কোনও যোগ থাকার কথা নয়। অভিযুক্ত বিক্রম সিউড়ি বিদ্যাসাগর কলেজের আর সৌরভ সিউড়ির বেসরকারি পলিটেকনিকের ছাত্র। তবে কেন তারা এই কাজ করল, এর পিছনে আর কোনও বড় মাথা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস।

.