চিকিত্সায় গাফিলতির অভিযোগ, প্রসূতি মৃত্যুতে ধুন্ধুমার

পরিবারের দাবি, বুধবার সকালে স্বামী বাসুদেবকে হাসপাতাল থেকে ফোন করে  ঝুমার মৃত্যু খবর দেওয়া হয়।

Updated By: Oct 31, 2018, 12:54 PM IST
চিকিত্সায় গাফিলতির অভিযোগ, প্রসূতি মৃত্যুতে ধুন্ধুমার

নিজস্ব প্রতিবেদন: ভুল চিকিত্সায় প্রসূতি মৃত্যুর অভিযোগে উত্তপ্ত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল। সুপারকে লিখিত অভিযোগ প্রসূতির পরিবারের।

আরও পড়ুন: “মা তোমার ছোটো ছেলেকে মেরে ফেললাম”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  দিন পনের আগে ইমামবাড়া হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দেন হুগলি কানাগড়ের বাসিন্দা ঝুমা মজুমদার । মঙ্গলবার  সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করে পরিবার।

আরও পড়ুন: এক রাতে ৩টি গোখরো পিটিয়ে মেরে ছবি পোস্ট ফেসবুকে! রাতেই যুবকের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা

 পরিবারের দাবি, বুধবার সকালে স্বামী বাসুদেবকে হাসপাতাল থেকে ফোন করে  ঝুমার মৃত্যু খবর দেওয়া হয়। কিডনি খারাপ হয়ে যাওয়ায় ঝুমার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়। প্রসূতির পরিবারের অভিযোগ, হাসপাতালে যখন ভর্তি ছিল তখন বলা হয়নি কিডনি খারাপ। প্রসবের আগে নানা রকম পরীক্ষা হয়েছে তাতেও কোথাও বলা নেই একথা। ভুল চিকিত্সাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতার স্বামীর। হাসপাতাল সুপার না থাকায় অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে অভিযোগ জমা দেয় মৃতার পরিবার।  যদিও হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.