আসন ফাঁকা থাকায় ফের ভর্তি প্রক্রিয়া শুরু কলেজগুলিতে

জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর অবধি বাড়ানো হয়েছে সময়সীমা। এই সময়ের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা কলেজে ভর্তি হতে পারেন।

Updated By: Aug 30, 2019, 06:36 PM IST
আসন ফাঁকা থাকায় ফের ভর্তি প্রক্রিয়া শুরু কলেজগুলিতে

নিজস্ব প্রতিবেদন: স্নাতক স্তরে ভর্তির সময়সীমা বাড়ল কলেগুলিতে। আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর অবধি বাড়ানো হয়েছে সময়সীমা। এদিন পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া। এই সময়ের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা কলেজে ভর্তি হতে পারেন।

সূত্রের খবর, কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল ভর্তি প্রক্রিয়া। তবে কলেজগুলিতে এখনও পর্যন্ত বহু শূন্য আসন রয়ে গিয়েছে। আর এই শূন্য আসন পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে। তবে নির্দেশিকা অনুযায়ী এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনেই সম্পূর্ণ করতে হবে। আবেদন পত্র পূরণ থেকে আবেদনের টাকা জমা দেওয়া সমস্তটাই হবে অনলাইনে। অফলাইনে কোনও কাজই করা যাবে না।

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে চা-ও খেতে পারব না? হামলার মুখে পড়ে প্রশ্ন দিলীপের

.