স্বাভাবিকের থেকে নামল পারদ, মরশুমের শীতলতম দিন আজ
ঘূর্ণাবর্ত কেটে গিয়েছে। উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার পথ প্রশস্ত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ। আজ আরও খানিকটা নামল তাপমাত্রা। থার্মোমিটার বলছে, এখনও পর্যন্ত আজই মরশুমের শীতলতম দিন।
আরও পড়ুন, বন্ধুর হাতে খুন যুবক, তিন দিন পর উদ্ধার হল দেহ
কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত কেটে গিয়েছে। ফলে উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার পথ প্রশস্ত হয়েছে। আগামী দুদিন আকাশ পরিষ্কার থাকবে। ফলে উত্তুরে হাওয়া ঢোকার সঙ্গে সঙ্গেই আরও নামবে তাপমাত্রা।
আরও পড়ুন, পানাপুকুরের ঝিনুকের মধ্যেই মিলল 'ভগবান'!
যদিও জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। ডিসেম্বরের আগে কনকনে ঠান্ডার অনুভূতি সেরকম হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে পারদ নামতেই ছুটি ছুটি মেজাজ শুরু হয়ে গিয়েছে। সপ্তাহান্তটা উপভোগ করতে অনেকেই বেড়িয়ে পড়ছেন।