উন্নয়নের বার্তা নিয়ে আজ কালিম্পঙে মুখ্যমন্ত্রী

জেলা গঠনের পর প্রথমবার কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে সেজেছে পাহাড়, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। মঙ্গলবার কালিম্পংয়ে ১৫ বোর্ডের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানেই জনসভা হবে। বুধবার জিটিএ-র রিভিউ বৈঠক হওয়ার কথা রয়েছে।

Updated By: May 29, 2018, 04:47 PM IST
উন্নয়নের বার্তা নিয়ে আজ কালিম্পঙে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: জেলা গঠনের পর প্রথমবার কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে সেজেছে পাহাড়, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। মঙ্গলবার কালিম্পংয়ে ১৫ বোর্ডের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানেই জনসভা হবে। বুধবার জিটিএ-র রিভিউ বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: কবে বেরোবে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকের ফল? স্পষ্ট করল বোর্ড

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে পাঁচ দিনের পাহাড় সফরের প্রধান ‘মিশন’ই হল কালিম্পং। জেলা গঠনের পর এই প্রথম কালিম্পং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের বার্তায় রাজ্য সরকারের সঙ্গে এক মত জন আন্দোলন পার্টি। কিন্তু তাদের সমস্যা রয়েছে বিনয় তামাংকে নিয়ে। উন্নয়নের বার্তায় সেই দ্বিধাই কাটাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালিম্পংয়ে ১৫ বোর্ডের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে জনসভা করবেন তিনি। বুধবার জিটিএ-র রিভিউ বৈঠকে থাকবেন।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রবিবার থেকেই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সেজেছে পাহাড়। ঐক্যের বার্তায় তৃণমূল, মোর্চায় পতাকায় ছয়লাপ রাস্তার দুধার।

.