পাহাড়বাসীর কাছে GTA চাইলেন মুখ্যমন্ত্রী, ওপেন চ্যালেঞ্জ মোর্চাকে

মিরিক দখলের পর নজর এবার গোটা পাহাড়ে। পাহাড়বাসীর কাছে GTA চাইলেন মুখ্যমন্ত্রী। খুল্লমখুল্লা চ্যালেঞ্জ ছুঁড়লেন মোর্চাকে। ঝুলি থেকে বের করলেন একের পর এক ব্রহ্মাস্ত্র। পুরভোটের আগেও পাহাড়ে এসেছেন। নিয়মিত আসেন। কিন্তু, এবার চাপা উত্তেজনা ছিল। মিরিক আসার রাস্তায় পেলেন কালো পতাকার ওয়েলকাম। বাংলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সমতলের সরকার। মোর্চার এই অভিযোগকেও ছুঁড়ে ফেললেন খাদে। এরপর সরাসরি মোর্চাকে নিশানা, প্রচ্ছন্ন সতর্কবার্তা দিয়ে রাখলেন মোর্চা নেতৃত্বকেও। GTA তৃণমূলের হাতে এলে পাহাড় কী পাবে? মিরিকেই তার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন। 

Updated By: Jun 5, 2017, 11:24 PM IST
পাহাড়বাসীর কাছে GTA চাইলেন মুখ্যমন্ত্রী, ওপেন চ্যালেঞ্জ মোর্চাকে

ওয়েব ডেস্ক: মিরিক দখলের পর নজর এবার গোটা পাহাড়ে। পাহাড়বাসীর কাছে GTA চাইলেন মুখ্যমন্ত্রী। খুল্লমখুল্লা চ্যালেঞ্জ ছুঁড়লেন মোর্চাকে। ঝুলি থেকে বের করলেন একের পর এক ব্রহ্মাস্ত্র। পুরভোটের আগেও পাহাড়ে এসেছেন। নিয়মিত আসেন। কিন্তু, এবার চাপা উত্তেজনা ছিল। মিরিক আসার রাস্তায় পেলেন কালো পতাকার ওয়েলকাম। বাংলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সমতলের সরকার। মোর্চার এই অভিযোগকেও ছুঁড়ে ফেললেন খাদে। এরপর সরাসরি মোর্চাকে নিশানা, প্রচ্ছন্ন সতর্কবার্তা দিয়ে রাখলেন মোর্চা নেতৃত্বকেও। GTA তৃণমূলের হাতে এলে পাহাড় কী পাবে? মিরিকেই তার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন। 

*১ মাসের মধ্যে ২৫৮২ পরিবারকে পাট্টা দেওয়া হবে 
*সড়ক সংস্কারে বরাদ্দ ১২ কোটি টাকা 
*শহরের আলোকসজ্জায় বরাদ্দ ১০ কোটি টাকা 
*নিকাশি ব্যবস্থায় বরাদ্দ ১০ কোটি টাকা 
*মিরিক লেক সংস্কারে বরাদ্দ ১০ কোটি টাকা 
*পানীয় জলের প্রকল্পে বরাদ্দ ৫০ কোটি টাকা 

.