আজ জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া- এই তিন জেলায় মুখ্যমন্ত্রী যাবেন  বলে খবর ।

Updated By: Nov 26, 2018, 12:40 PM IST
আজ জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:  সোমবার ফের  জঙ্গলমহলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া- এই তিন জেলায় মুখ্যমন্ত্রী যাবেন  বলে খবর । পঞ্চায়েতে আশানুরূপ ফল হয়নি তিন জেলায়, সেক্ষেত্রে  বেশ কিছু জায়গায় সাংগঠনিক রদবদল করবেন তিনি ।  সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর।  

আরও পড়ুন: বিমান বসে হুমকি ভিডিও কল, কলকাতা বিমানবন্দরে ধৃত যুবক

জানা গিয়েছে,  প্রশাসনিক জনসভা রয়েছে  তিনটি জেলাতেই। সোমবার ঝাড়গ্রামে প্রথম প্রশাসনিক সভা রয়েছে তাঁর।  সভা শেষে রয়েছে প্রশাসনিক বৈঠক।  সেখানে জঙ্গলমহলের বিভিন্ন ইস্যুতে কথা বলবেন তিনি।  জঙ্গল মহলে সরকার প্রচুর উন্নয়নের কর্ম সূচি নিয়েছে  সরকার।  সেই সব কাজ কতদূর এগিয়েছে, তাই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুন: পাঁচতলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু, গেটের ফলায় গেঁথে গেল দেহ

 

 মানুষের কাছে কতটা উন্নয়ন পৌছেছে তা সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী ।  সফর শেষে দুই বর্ধমানেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ।  শুক্রবার জঙ্গলমহল থেকে শহরে ফেরার কথা রয়েছে তাঁর।

.