নিমতায় নিহত তৃণমূলনেতা নির্মল কুণ্ডুর বাড়িতে আজ মুখ্যমন্ত্রী, কালো ব্যাজ পড়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের
মুর্শিদাবাদের বড়োঞাঁ থেকে ভাড়া করে আনা হয় শার্প শ্যুটার সুজয় দাসকে। ধৃত বিজেপি কর্মী সুমন কুণ্ডু-ই তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের বরাত দেয় সুজয় দাসকে।
নিজস্ব প্রতিবেদন: নিমতায় তৃণমূলনেতা খুনের ঘটনা। বুধবার সন্ধ্যায় নিহত নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো ব্যাজ পড়ে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরোবে প্রতিবাদ মিছিল।
নিমতায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার হল অভিযুক্ত সুপারি কিলার। ধৃতের নাম সুজয় দাস। উত্তরপাড়া থেকে অভিযুক্ত সুপারি কিলার সুজয় দাসকে গ্রেফতার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও ৩ রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বাইকটিও।
দিনহাটায় পারিবারিক দ্বন্দ্বে দলের কর্মী খুনে বিজেপি-কে ফাঁসানোর চেষ্টা তৃণমূলের!
মুর্শিদাবাদের বড়োঞাঁ থেকে ভাড়া করে আনা হয় শার্প শ্যুটার সুজয় দাসকে। ধৃত বিজেপি কর্মী সুমন কুণ্ডু-ই তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের বরাত দেয় সুজয় দাসকে।
মঙ্গলবার সন্ধ্যায় নিমতার ঠাকুরতলায় খুন হন নির্মল কুণ্ডু। সন্ধেয় পাড়ার মুখে দাঁড়িয়েছিলেন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু। ঠিক তখনই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীদল। বাইকে করে আসে দুষ্কৃতীরা। তারপর গুলি করে চম্পট দেয়। হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দেখা যায়, পুরো ফিল্মি কায়দায় হামলা চালানো হয়েছে তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর উপর।