পুরভোট জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর 'বিশেষ ধন্যবাদ মিরিকবাসীকে'
সাত পুরসভায় ভোটের ফল নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। এনিয়ে টুইটারে তাঁর প্রতিক্রিয়া, প্রতিবার তাঁদের ওপর এভাবে আস্থা রাখায় মা-মাটি-মানুষকে ধন্যবাদ। তাঁরা সম্মানিত।
ওয়েব ডেস্ক : সাত পুরসভায় ভোটের ফল নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। এনিয়ে টুইটারে তাঁর প্রতিক্রিয়া, প্রতিবার তাঁদের ওপর এভাবে আস্থা রাখায় মা-মাটি-মানুষকে ধন্যবাদ। তাঁরা সম্মানিত।
Congratulations to Ma Mati Manush for again & again putting their trust in us. We are honored, privileged & humbled #VerdictOfBengal 1/4
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2017
টুইটে তিনি বিশেষভাবে উল্লেখ করেন পাহাড়ে ভোটের রেজাল্টের। তিনি লেখেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য দার্জিলিং-কার্শিয়াং-কালিম্পং-মিরিকের মানুষকে অভিনন্দন। তৃণমূলে আস্থা রাখার জন্য বিশেষ ধন্যবাদ মিরিকবাসীকে। মানুষের জন্য কাজ করার কথা দিচ্ছে তৃণমূল। দীর্ঘ কয়েক দশক পর পাহাড়ে নতুন যুগের সূচনা করল তৃণমূল। পাহাড় হাসছে।
Congratulations to my brothers/sisters in hill areas of Darjeeling Kurseong Kalimpong Mirik for participating in the democratic process 2/4
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2017
Special thanks to Mirik for reposing faith in us. We will work sincerely for you.After so many decades we begin a new era in the hills 3/4
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2017
The hills are smiling #VerdictOfBengal 4/4
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2017
অন্যদিকে, গোর্খাল্যান্ডের দাবি মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। গোর্খাদের জাত্যাভিমানে আঘাত করেছে তৃণমূল। ভোটবাক্সে তারই ফল পেয়েছে তারা। মন্তব্য মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের।