চার দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

সোমবার উত্তরকন্যায় জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

Updated By: Jul 9, 2018, 02:47 PM IST
চার দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: চারদিনের সফরে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরকন্যায় জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গল ও বুধবার বৈঠক রয়েছে কোচবিহার ও  আলিপুরদুয়ারে। মঙ্গলবার কোচবিহারের চ্যাংড়াবান্ধায় বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: যাঁরা শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য সুখবর! বড়সড় নিয়োগের পথে রাজ্য সরকার

মঙ্গলবার কোচবিহার জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। ওই দিনই তাঁর কোচবিহার প্রেস ক্লাবের ভবনের উদ্বোধন করার কথা রয়েছে। পরের দিন ১১ জুলাই উত্তরকন্যায় তাঁর আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ১২ তারিখ  উত্তরকন্যায় টি ডিরেক্টরেটের   সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। মূলত চাবাগান সমস্যা নিয়েই সেই বিশেষ বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, এবার সফরে তিন জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, তবে পাহাড়ে যাচ্ছেন না তিনি।

.