চাওয়ালার হাতে ৬০০০ টাকা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘মিষ্টি খেও’
এটা রাখো বাড়ির সবাই মিলে মিষ্টি খেও। এই বলে অনুকূল কুড়ির হাতে নগদ ৬০০০ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: এটা রাখো বাড়ির সবাই মিলে মিষ্টি খেও। এই বলে অনুকূল কুড়ির হাতে নগদ ৬০০০ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন- ছুটে গিয়ে মমতাকে চিঠি ধরালেন বৃদ্ধ!
জলপাইগুড়ি রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার বাসিন্দা অনুকূল বাবুর ছোট্ট চায়ের দোকান রয়েছে ফাটাপুকুর পেট্রোল পাম্পের পাশে। আজ দুপুরে উত্তরকন্যা থেকে চ্যাংরাবান্ধা যাবার সময় কনভয় দাঁড়ায় রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায়। ওই সময় ভিড়ের মধ্যে তাঁর অভাবের কথা বলেন ওই চা দোকানি। ভাল করে শুনতে না পেয়ে চলে যান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- টাকা লাগবে না, এক পেটি বিয়ারেই কলেজে ভর্তি হওয়া যাবে!
একই পথে ফেরার সময় কনভয়কে দাঁড় করান ‘দিদিমণি’। অনুকূল তখনও দাঁড়িয়ে ছিল। এরপর অনুকূলকে ডেকে ভালো করে তাঁর কথা শোনেন তিনি । এরপরে ৬০০০ টাকা দিয়ে বলেন বাড়ির সবাই মিলে মিষ্টি খেও।