দল ও প্রশাসন-মেদিনীপুরের সভা থেকে দুপক্ষকেই স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মমতার

মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে দল ও প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর। 

Updated By: Dec 4, 2018, 06:41 PM IST
দল ও প্রশাসন-মেদিনীপুরের সভা থেকে দুপক্ষকেই স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মমতার

নিজস্ব প্রতিবেদন: দলীয় কর্মী ও প্রশাসন- মেদিনীপুরের প্রশাসনিক সভা  থেকে দুপক্ষকেই কড়া বার্তা  দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবারও  ফের প্রশাসনকে স্বচ্ছ নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিলেন তিনি।  দলের নেতাদের কাছে তাঁর বার্তা, “দুর্নীতি নয়,মানুষের কাছে যান, বছরভর কাজ করুন। ”

মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে দল ও প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর। এদিন বিশেষত বালি খাদান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।  পুলিসকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, “  বন্ধ করতেই হবে অবৈধ খাদান। আরও সক্রিয়  হতে হবে ।  নজরদারিতে কোথাও কোনওরকম ফাঁক যেন না থাকে। বালি পাচারে যুক্তদের গ্রেফতার করতে হবে।” টোলট্যাক্স ফাঁকি দিয়ে ট্রাক ঢুকলেই জরিমানা করার নির্দেশ  দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বাংলায় প্রধানমন্ত্রীর সভার সূচি ফের বদল, প্রথম সভা শিলিগুড়িতে

এদিনের  সভায় সম্প্রতি  যোগীর রাজ্যে গোরক্ষকদের তাণ্ডবে পুলিস খুনের  প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিসকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। উত্‍সবের মরসুম পুলিসে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় জেলা স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, “ স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিত্‍সার ব্যবস্থা আছে। কেউ কমিশন নিলে বরদাস্ত নয়।”  কেউ টাকা নিলে কড়া ব্যবস্থার সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিজেপির রথ রুখতে কেষ্টর গড়ে শুরু সাদা-নীলের খোল, করতাল বিলি

তিনি বলেন, “ সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের বেসরকারিকরণ নিয়ে মিথ্যাচার হচ্ছে। শালবনিতে গিয়ে কয়েকজন চিকিত্‍সক নেতা মিথ্যা প্রচার করছেন। জেলা প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে  হবে। ”

মেদিনীপুরে প্রশাসনিক সভা  থেকে জেলায় কাজ কতটা এগিয়েছে, সেই খতিয়ান দেখেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব জন প্রতিনিধিরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি বলে অভিযোগ, বৈঠকে তাঁরা সমালোচনার মুখে পড়েন।

.