ক্লাস চলাকালীন আচমকা বেঞ্চ থেকে পড়ে মাটিতে, স্কুলেই মৃত্যু ছাত্রীর!
প্রাথমিকভাবে অনুমান অত্যধিক গরম পড়ায়, হিট স্ট্রোক হয়ে যায় ওই ছাত্রীর। যদিও ওই ছাত্রী খাওয়া দাওয়া করেই স্কুলে এসেছিল বলে জানা যাচ্ছে।
অনুপ কুমার দাস: স্কুলে অসুস্থ হয়ে ছাত্রী মৃত্যু। স্কুলেই অসুস্থ হয়ে প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। মৃতার নাম বর্ষা সর্দার। বয়স ১২ বছর। নবদ্বীপ বিধানসভা এলাকার কৃষ্ণনগর কোতয়ালী থানার অধীনস্ত জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের রাওতারা সর্দার পাড়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্র স্কুলের ছাত্রী ছিল বর্ষা।
জানা গিয়েছে, প্রত্যেকদিনের মত আজও স্কুলে যায় বর্ষা। প্রথম ক্লাস হওয়ার পর দ্বিতীয় ক্লাস হওয়ার সময় হঠাৎই বেঞ্চে থেকে পড়ে যায় বর্ষা। অন্যান্য ছাত্রীরা শিক্ষকদের খবর দেয়। সঙ্গে সঙ্গেই শিক্ষকরা বর্ষাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু ঠিক কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হল? চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট জানা যাবে না। তবে প্রাথমিকভাবে অনুমান অত্যধিক গরম পড়ায়, হিট স্ট্রোক হয়ে যায় ওই ছাত্রীর। যদিও ওই ছাত্রী খাওয়া দাওয়া করেই স্কুলে এসেছিল বলে জানা যাচ্ছে।
এখন ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই সবটা পরিষ্কার হওয়া যাবে বলে মনে করা হচ্ছে। শিক্ষকরা বলেন, কী করে হল বুঝতে পারছি না। ছাত্রীরা খবর দেয়। গিয়ে দেখি ক্লাসরুমের মাটিতে পড়ে আছে বর্ষা। হাসপাতালে নিয়ে আসি। এখানে দেখে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন, Death: টেরই পেলেন না, মৃত মেয়ের সঙ্গে একইঘরে বৃদ্ধা মা! তারপর?