Asansol Clash: ছাত্র সংঘর্ষে তুলকালাম আসানসোলের টিডিবি কলেজ, হাসপাতালে ভর্তি ২ পড়ুয়া
এই ঘটনার জেরে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে পড়ুয়ারা। ঘটনায় অভিযুক্ত রোহন-সহ কয়েকজনকে আটক করেছে পুলিস
বাসুদেব চট্টোপাধ্য়ায়: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত আসানসোলের টিডিবি কলেজ। পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত অনেকেই। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে, এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে রানীগঞ্জ থানার পুলিস।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, প্রাক্তন ও বহিরাগত ছাত্রদের সঙ্গে কলেজের বর্তমান ছাত্র পরিষদের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে রাজ দাস ও শিবম লাহা নামে দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও ওই ২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
স্থানীয় বিধায়ক ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্য়ান এবং কলেজ সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, রোহন নামে এক ছাত্র প্রায়ই কলেজে এসে অশান্তি করে। কলেজের তরফে পুলিসে ওর নামে বহুবার অভিযোগ করা হয়েছে। আজ দুপুরে কলেজের দুই পড়ুয়াকে মারধর করেছে সে। তারা এখন হাসপাতালে ভর্তি।
এদিকে, এই ঘটনার জেরে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে পড়ুয়ারা। ঘটনায় অভিযুক্ত রোহন-সহ কয়েকজনকে আটক করেছে পুলিস।
আরও পড়ুন-Fake Call Centre: সল্টলেকের একই বিল্ডিংয়ে ৩ ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা, পাকড়াও ১৩