বাইক ‘চেকিং’এর নামে হেনস্থার অভিযোগ, রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্র খড়িবাড়ি

বাইক আরোহীর সমস্ত নথি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছিল পুলিস। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্থা করছে পুলিস।

Updated By: Oct 25, 2018, 02:39 PM IST
বাইক ‘চেকিং’এর নামে হেনস্থার অভিযোগ, রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্র খড়িবাড়ি

নিজস্ব প্রতিবেদন: বাইক আরোহীকে পুলিসের চেকিং। আর তাকে কেন্দ্র করেই  রণক্ষেত্র বারাসতের খড়িবাড়ি রাস্তা। পুলিসি হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদ দেখান স্থানীয়রা। প্রতিবাদ অবস্থান তুলতে গেলেই অশান্তি বেধে যায়। 

বাইক আরোহীর সমস্ত নথি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছিল পুলিস। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্থা করছে পুলিস। তারই প্রতিবাদ করে  খড়িবাড়ি এলাকায়  রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস।

পুলিস দেখেই আরও উত্তপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হতে থাকে স্থানীয়দের। উত্তেজনা ছড়ায় এলাকায়। দেখুন সেই ছবি...

 

.