উপনির্বাচনের আগে এলাকা দখল ঘিরে উত্তপ্ত উলুবেড়িয়া
সোমবার ২৯ জানুয়ারি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগেই শুক্রবার রাতে আগুন জ্বলল উলুবেড়িয়ায়।
Updated By: Jan 27, 2018, 12:34 PM IST
![উপনির্বাচনের আগে এলাকা দখল ঘিরে উত্তপ্ত উলুবেড়িয়া উপনির্বাচনের আগে এলাকা দখল ঘিরে উত্তপ্ত উলুবেড়িয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/27/107087-dfgbvdgbd.jpg)
নিজস্ব প্রতিবেদন : সোমবার ২৯ জানুয়ারি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগেই শুক্রবার রাতে আগুন জ্বলল উলুবেড়িয়ায়।
এলাকা দখলকে ঘিরে রাজনৈতিক সংঘাত। আর তার জেরেই শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগরামপুরের বাঁশবেড়িয়া। অভিযোগ, গভীর রাতে গ্রামে ঢুকে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি গোয়ালঘর সহ ৫টি খড়ের গাদা।
আরও পড়ুন, জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় পড়লে ফোন করুন টোল ফ্রি নম্বরে
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস দু'পক্ষই একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ঘটনারর তদন্ত শুরু করেছে পুলিস।