১২ হাজার টাকায় ডাক্তারির জাল সার্টিফিকেট! গ্রেফতার ১
Updated By: Sep 14, 2017, 09:20 AM IST
ব্যুরো: ডাক্তারির জাল সার্টিফিকেট চক্রের হদিশ পেল সিআইডি। গ্রেফতার ১। অভিযোগ, উত্তর ২৪ পরগনার গোপালনগরের আঁকায়পুর স্টেশন সংলগ্ন এলাকার একটি দোকানে তৈরি হতো জাল সার্টিফিকেট। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক প্রতিনিধির সঙ্গে পরিচয় হয় জাল সার্টিফিকেট চক্রের পাণ্ডার। ডাক্তারির জাল সার্টিফিকেট তৈরি করতে ১২ হাজার টাকা চায় ওই পরিমল বিশ্বাস নামে ব্যক্তি। শেষ পর্যন্ত ৫ হাজার টাকায় রফা হয়। সেই সূত্র ধরে গতকাল সিআইডি হানা দেয় ওই দোকানে। পরিমল বিশ্বাস পালিয়ে গেলেও ধরা পড়ে যায় তার শাগরেদ লঙ্কেশ্বর মহাজন। দোকান থেকে উদ্ধার হয় জাল নথি তৈরির সরঞ্জাম। জানা গিয়েছে, অন্য জাল নথিও তৈরি হতো ওই দোকানে। এই চক্রে আরও কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।