প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির তদন্তে সিআইডির তলব বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে
Updated By: Jul 20, 2017, 11:18 PM IST
ওয়েব ডেস্ক: এবার সিআইডির তলব বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে। বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিআইডি। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, টাকা নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম বিলি করে ওই দুই বিজেপি কর্মী।
গোয়েন্দাদের দাবি, যেসময় এই দেড় কোটি টাকার দুর্নীতি হয়, তখন বসিরহাটের বিধায়ক ছিলেন শমীক ভট্টাচার্য। তাঁর বিধায়ক অফিস থেকে ফর্ম বিলি হয় বলে অভিযোগ। এব্যাপারে বয়ান রেকর্ডের জন্য শমীক ভট্টাচার্যকে তলব করেছে সিআইডি। যদিও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এই দুর্নীতিতে কোনও বিজেপি নেতা জড়িত নন। (আরও পড়ুন- শিশুপাচার কাণ্ডে রূপা গাঙ্গুলি এবং কৈলাস বিজয়বর্গীয়কে নোটিস CID-র)