Purulia: লাল মাটির পুরুলিয়ায় লেগেছে ক্রিসমাসের নানা রং! পর্যটনে মাতাল পাহাড়...

Purulia: বড়দিনে বড় মজা। সারা বছরই পুরুলিয়ায় ট্যুরিস্টের ভিড় থাকলেও বড়দিনের আবহে, ক্রিসমাসের ছুটিতে পুরুলিয়ার যেন অন্য চেহারা।

Updated By: Dec 25, 2023, 01:33 PM IST
Purulia: লাল মাটির পুরুলিয়ায় লেগেছে ক্রিসমাসের নানা রং! পর্যটনে মাতাল পাহাড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বড়দিনের উৎসবে সামিল পুরুলিয়াবাসী। জেলার বিভিন্ন পর্যটনস্থানগুলিতে পর্যটকদের ঢল নেমেছে। পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে চড়ুইভাতিতে মেতেছেন পুরুলিয়ার সাধারণ মানুষ। জয়চণ্ডী পাহাড় থেকে অযোধ্যা পাহাড় থেকে কংসাবতী নদীর তীর-- সর্বত্র সাধারণ মানুষের ঢল। শীতের আমেজের মধ্য দিয়ে বড়দিনের উৎসবে মেতে উঠেছেন পুরুলিয়াবাসী থেকে পর্যটক সকলেই।

আরও পড়ুন: Christmas: বাংলা জুড়ে রঙিন ক্রিসমাসের উষ্ণতা পোহাচ্ছেন ঘর-ছাড়া মানুষ...

বড়দিনের উৎসব উপলক্ষে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর পুরুলিয়া। এক টুকরো পার্ক স্ট্রিট যেন উঠে এসেছে পুরুলিয়ায়। প্রতিটি চার্চ রং-বেরঙের আলোয় সেজে উঠেছে। শহরের প্রতিটি রাস্তা সাজিয়ে তোলা হয়েছে। উৎসবের মেজাজে শহরবাসীরা।

আগেই দেখা গিয়েছিল, বড়দিনের উৎসবের আবহে বড়দিনের আগে থেকেই পর্যটকদের ঢল পুরুলিয়ায়। পুরুলিয়া জেলার অন্যতম পর্যটনস্থল অযোধ্যা পাহাড় লোকে লোকারণ্য। জেলার লোকজন তো এক জায়গা থেকে আর এক জায়গায় আসছেনই। জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও এ সময়ে পর্যটকদের আনাগোনা বেড়েছে পুরুলিয়ায়, অযোধ্যা পাহাড়ে এবং পুরুলিয়ারই অন্যত্র।

আজকাল এমনিতেই সারা বছর পুরুলিয়ায় পর্টকদের ভিড় থাকে। বিশেষ করে এই শীতের মরশুমের অপেক্ষায় থাকেন শীতপ্রেমীরা। তাই কনকনে শীতের আমেজের মধ্যেই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, মারবেল লেক, উসুল ডুংরি, পাখি পাহাড়-সহ বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা। পর্যটকদের ভিড়ে ঠাসা অযোধ্যা পাহাড়ের প্রতিটি হোটেল। ফুলেফেঁপে উঠছে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও।  

আরও পড়ুন: Poush Mela 2023: ইতিহাসে এই প্রথম! পৌষমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে...

পর্যটকদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেজন্য অযোধ্যা পাহাড়ের প্রতিটি স্থানে জেলা পুলিসের পক্ষ থেকে ট্যুরিস্ট গাইডরা মোতায়েন থাকছেন। পাহাড়ের রাস্তাঘাট, পাহাড়ি পরিবেশ, পুরুলিয়ায় থাকার জায়গা থেকে শুরু করে স্থানীয় মানুষের ব্যবহারে খুশি পর্যটকরা । 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.