হলদিয়ার প্রশাসনিক সভায় হিংসা নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ মুখ্যমন্ত্রীর
বসিরহাটের ঘটনায় উস্কানি আর আধা সেনা নিয়ে চক্রান্তের অভিযোগ। একইসঙ্গে, বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। নাম না করেই দেশ জুড়ে মোদী-বিরোধিতার ডাক দিলেন তিনি।
ওয়েব ডেস্ক: বসিরহাটের ঘটনায় উস্কানি আর আধা সেনা নিয়ে চক্রান্তের অভিযোগ। একইসঙ্গে, বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। নাম না করেই দেশ জুড়ে মোদী-বিরোধিতার ডাক দিলেন তিনি।
শান্তি ফিরলেও বসিরহাটের ক্ষত এখনও টাটকা। হলদিয়ার প্রশাসনিক সভায় হিংসা নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে আনলেন চক্রান্তের অভিযোগ। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জোট বাঁধার চেষ্টায় বিরোধীরা। শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তখনই হিংসার প্রসঙ্গ টেনে দেশজুড়ে মোদী-বিরোধিতার বার্তা দিলেন মমতা।
সঙ্ঘ পরিবারের উদ্যোগে অসমে বেআইনিভাবে মহিলাদের বন্দুকের ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এ দিন হলদিয়ায় ইন্ডিয়ান পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ৪৫০ মেগাওয়াটের তাপ-বিদ্যুত প্রকল্পের উদ্বোধন করেন তিনি।