আগামিকাল কলকাতায় NIA আদালতে হাজিরা দেবেন ছত্রধর মাহাতো, যেতে পারেন কালীঘাটেও

আগামিকালের হাজিরার পর শনিবার শালবনিতে ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Sep 24, 2020, 10:52 PM IST
আগামিকাল কলকাতায় NIA আদালতে হাজিরা দেবেন ছত্রধর মাহাতো, যেতে পারেন কালীঘাটেও
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : আগামিকাল কলকাতায় আসছেন ছত্রধর মাহাতো। এক দশকেরও বেশি পুরনো কিছু মামলায় NIA তাঁকে ফের তলব করেছিল। এই নিয়ে তৃতীয়বার NIA তাঁকে তলব করে। তাঁকে NIA আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, আগামিকাল NIA আদালতে হাজিরা দেবেন ছত্রধর মাহাতো। ছত্রধর ছাড়াও আরও ১০ জন আগামিকাল আদালতে হাজিরা দিতে আসবেন। আগামিকাল কলকাতায় এসে ছত্রধর মাহাতো কালীঘাটে যেতে পারেন বলেও সূত্রের খবর। NIA সূত্রে জানা গিয়েছে, আগামিকালের হাজিরার পর শনিবার শালবনিতে ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, এর আগে দু-দুবার ছত্রধর মাহাতোকে জেরা করেছে NIA। ২৫ ও ২৬ অগাস্ট তাঁকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত, এক দশকের বেশি পুরনো বেশ কতগুলি মামলায় ছত্রধর মাহাতর নাম রয়েছে। সেগুলি নিয়েই ফের ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে NIA। ২০০৯-এর ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুন হন। সেই খুনের ঘটনায় ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর ওই বছরই রাজধানী ছিনতাইয়ের চেষ্টা হয়। ২০০৯-এর শেষেরদিকে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী হাইজ্যাকের ঘটনাতেও ছত্রধর মাহাতোর নাম উঠে আসে।

এছাড়া পিপলস কমিটি এগেইনস্ট পোলিস অ্যাট্রোসিটিস-এর সক্রিয় সদস্যও ছিলেন ছত্রধর মাহাতো। এই সব নিয়েই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে NIA সূত্রে খবর। এ প্রসঙ্গে বলে রাখি, জঙ্গলমহলের একদা নায়ক ছত্রধর মাহাতো দীর্ঘ কারাবাস কাটিয়ে ফেরার পরই ফের সক্রিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। সরাসরি তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন, বেঙ্গালুরু হিংসার ঘটনায় NIA-এর জালে মূলচক্রী 'ব্যাঙ্ক রিকভারি এজেন্ট' সইদ সাদ্দিক আলি

.