দুর্নীতিগ্রস্তদের জন্য চার্টার্ড ফ্লাইট, অথচ পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে ফিরছেন: Mamata
আলিপুরের কর্মিসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: দুর্নীতিগ্রস্তদের চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়িয়ে নিয়ে গেছে বিজেপি। অথচ পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের বন্দোবস্ত নেই, তাঁদের পায়ে হেঁটে ফিরতে হচ্ছে। আলিপুরের কর্মিসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা মঞ্চ থেকে বিজেপিকে উদ্দেশ্য করে একাধিক নিশানা শানিয়েছেন নেত্রী। দিল্লির যোগদান মেলা নিয়েও কটাক্ষের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। কয়েকদিন আগেই রাজীব, বৈশালী, প্রবীর ঘোষালদের জন্যে স্পেশাল চার্টার্ড ফ্লাইটের বন্দোবস্ত করেছিলেন অমিত শাহ। সেই বিমানেই দিল্লি গিয়ে শাহের বাড়িতে বিজেপিতে যোগ দেন রাজীব-প্রবীর-বৈশালীরা। সেই নিয়েই সুর সপ্তমে চড়ালেন মমতা।
আরও পড়ুন: এক নেতা বন সহায়ক নিয়োগে দুর্নীতি করেছে, নির্বাচন ঘোষণা হলেও তার বিরুদ্ধে তদন্ত চলবে: মমতা
শুধু তাই নয়, এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও একাধিক মন্তব্য ছুড়ে দেন মমতা। বলেন, 'ছেলেটা এতদিন আমাদের সঙ্গে ছিল। এখন নেই, বন সুন্দরী স্কিম নিয়ে নিয়ে কী কী দুর্নীতি করেছে জিজ্ঞেস করুন।' তিনি আরও বলুন 'এতদিন দ্বন্দ্ব চলছিল। তবে মমতা বা রাজীব কেউই একে ওপরকে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে এবার কার্যত ভরা সভাতেই প্রসঙ্গ টানলেন মমতা। এ দিন আলিপুরের সভা থেকে মমতা বলেন, "আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়ত স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।"
পাশাপাশি এ দিন আলিপুরের সভা থেকে মমতা বলেন, আগামী ৬-৭ দিনের মধ্যেই সম্ভবত নির্বাচনের তারিখ ঘোষণা হবে।