ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান খুনে তিন মাসের মধ্যেই চার্জশিট পেশ

২৭ নভেম্বর বেনারসের একটি লজ থেকে ওই খুনের সঙ্গে জড়িত থাকার অভি‌যোগে ৭ জনকে গ্রেফতার করা হয়

Updated By: Feb 17, 2018, 09:33 PM IST
ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান খুনে তিন মাসের মধ্যেই চার্জশিট পেশ

নিজস্ব প্রতিনিধি: ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান খুনের মামলায় চার্জশিট দিল পুলিস। গত বছর নভেম্বর মাসে এক রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। শনিবার খুনের ৮৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিস।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর স্থানীয় একটি ক্লাব থেকে বাড়ি ফেরার পথে বাড়ির খুব কাছেই মনোজবাবাবুর পথ আটকে দাঁড়ায় পাঁচ দুষ্কৃতী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। ওই ঘটনার পরই রাজু ও রতন নামে ২ জনের নাম উঠে আসে। তাদের চিনে ফেলে এক প্রত্যক্ষদর্শী।

আরও পড়ুন-নরেন্দ্র মোদীর পরামর্শেই পলানিস্বামীর হাত ধরেছি: পনিরসেলভম

ঘটনার তদন্তে নেমে ২৭ নভেম্বর বেনারসের একটি লজ থেকে ওই খুনের সঙ্গে জড়িত থাকার অভি‌যোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ছিল, রাজু চৌধুরী, রতন চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, আকাশ চৌধুরী, রাজেশ চৌধুরী, সন্তোষ প্রসাদ ও দেবু পাকড়ে। পুলিসের দাবি ছিল, বিহার হয়ে উত্তরপ্রদেশে পালায় অভিযুক্তরা। নামে উঠে আসে এক কাউন্সিলরেরও।

.