বজবজে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে আহত ১

প্রতিমা নিরঞ্জনের সময়ে প্রবল শব্দে গান বাজিয়ে নাচ শুরু হয়ে যায়। সমস্যার শুরু সেখানেই

Updated By: Oct 22, 2018, 06:20 AM IST
বজবজে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে আহত ১

নিজস্ব প্রতিবেদন: দুর্গা পুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ। তার জেরে চলল গুলি। বজবজের বালুরঘাটের ঘটনা।

রবিবার রাতে প্রতিমা বিসর্জন হচ্ছিল বজবজের ১৬ নম্বর ওয়ার্ডের বালুরঘাটে। পুরসভার একাধিক প্রতিমা এনে হাজির করা হয় নিরঞ্জনের জন্য। ফলে ভিড় হয়েছিল বেশ। এর মধ্যেই বিসর্জনের জন্য ঘাটে হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন-নিজস্বীর নেশায় পুলিসের অনুরোধ উপেক্ষা ফড়ণবীসের স্ত্রীর, দেখুন ভিডিও  

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের সময়ে প্রবল শব্দে গান বাজিয়ে নাচ শুরু হয়ে যায়। সমস্যার শুরু সেখানেই। অভিযোগ, নাচগান করতে গিয়ে একে অপরের গায়ে পড়তে শুরু করে লোকজন। সেখান থেকেই কথা কাটাকাটি। তা শেষপর্যন্ত গড়ায় সংঘর্ষে। গুলিও চালায় কিছু অচেনা যুবক।

আরও পড়ুন-ভর দুপুরে চলল গুলি, বীরভূমে গুলিবিদ্ধ তৃণমূলের ব্লক সভাপতি

এদিনে বিসর্জনে এসেছিলেন বজবজ থানবার একাদশ ক্লাবের সদস্য রাজীব দাস। তাকে মারধর করে ওইসব অচেনা যুবকরা। শুধু তাই নয় তাকে গুলিও করা হয়। গুলি এসে লাগে তার কানে। আচমকা ওই ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়। রাজীবের সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করে। পরে তার অবস্থার অবণতি হওয়ায় তাকে বজবজের জেমস নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

.