Chandrakona: প্রকট হচ্ছে তৃণমূলের কোন্দল, কমিটি গঠন নিয়ে আক্রমণ ব্লক সভাপতি ও বিধায়ককে
ব্লক কমিটি গঠনকে ঘিরে ফের প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি গঠনকে ঘিরে অসন্তোষ প্রকাশ করে তীব্র ক্ষোভ উগরে দিলেন চন্দ্রকোনা-২ ব্লকের একাধিক বিক্ষুব্ধ তৃণমুল নেতা। দলের বেশকিছু পুরানো নেতাকে কোনঠাসা করার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্লক সভাপতি ও বিধায়ক এমনই অভিযোগ তৃণমূলের এই বিক্ষুব্ধ নেতাদের।
চম্পক দত্ত: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে তৃণমূলের অন্দরে কোন্দল। এবার চন্দ্রকোনা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি গঠনকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। 'দলের একাংশ তাদের ক্ষমতার অপব্যবহার করে নিজেদের মর্জি মতো কমিটি গঠন করে দলের কিছু নেতাদের শায়েস্তা করার জন্য উঠে পড়ে লেগেছে' ব্লক কমিটি গঠন নিয়ে এভাবেই প্রকাশ্য মুখ খুললেন চন্দ্রকোনা-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা কমিটির সম্পাদক থেকে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক নেতারা। খোদ ব্লক কমিটিতে জায়গা পাওয়া এক নেতাও নতুন কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলে ব্লক সভাপতি ও বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন।
এমন চলতে থাকলে আগামী দিনে দলত্যাগের মতো ঘটনাও ঘটতে পারে এমনও ইঙ্গিত মিলেছে তৃণমুলের এই বিক্ষুব্ধ নেতাদের কথায়। এতেই ভোটের মুখে চরম অস্বস্তিতে শাসকদল।
আরও পড়ুন: 'নামমাত্র পার্টিতে থাকা,' শাহের সভার পরই দল ছাড়লেন বিজেপি নেতা! কেষ্টহীন তৃণমূলেও বড় ভাঙন
ব্লক কমিটি গঠনকে ঘিরে ফের প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি গঠনকে ঘিরে অসন্তোষ প্রকাশ করে তীব্র ক্ষোভ উগরে দিলেন চন্দ্রকোনা-২ ব্লকের একাধিক বিক্ষুব্ধ তৃণমুল নেতা।
ব্লক কমিটি গঠন নিয়ে প্রকাশ্য মুখ খুলে দলের ব্লক সভাপতি থেকে বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছেন বহু নেতা। এদের মধ্যে রয়েছেন চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক হীরালাল ঘোষ, ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার, ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জগজিৎ সরকার এবং তৃণমূলের অঞ্চল সভাপতি ওরফে নতুন ব্লক কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পাওয়া অসীম হাজরার মতো নেতারা। কমিটি গঠন নিয়ে দলের ব্লক সভাপতি থেকে বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন।
এমনকি দলের বেশকিছু পুরানো নেতাকে কোনঠাসা করার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্লক সভাপতি ও বিধায়ক এমনই অভিযোগ তৃণমূলের এই বিক্ষুব্ধ নেতাদের। তাদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে একতরফা ভাবে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠন নিয়ে তারা অসন্তুষ্ট। কমিটিতে এমন অনেককে জায়গা দেওয়া হয়েছে তারা দলটা কবে করেছে কেউ জানেনা।
দলের পুরানো নেতৃত্বদের বঞ্চিত করে একতরফা ভাবে দল পরিচালনা হলে আগামী দিনে দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন শাসকদলের বিক্ষুব্ধ নেতারা।
জেলা থেকে রাজ্য নেতৃত্বকে একাধিক বার নালিশ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ চন্দ্রকোনায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের। তাই বাধ্য হয়ে দলত্যাগ করার জন্য ইতিমধ্যে কয়েকজন বিক্ষুব্ধ নেতা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। তাঁদের বুঝিয়ে থামিয়ে রাখা হয়েছে এমনই ইঙ্গিত দেন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃনমুলের জেলা কমিটির সম্পাদক হীরালাল ঘোষ।
তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠী কোন্দলের জেরে চন্দ্রকোনায় তৃণমূলের মধ্যেই ভাঙন দেখা দেবে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চন্দ্রকোনা জুড়ে।
আরও পড়ুন: Aparupa Poddar: 'তুই বাঁচবি তো?' হোয়াটসঅ্যাপ মেসেজে অপরূপাকে হুমকি! জোর চাঞ্চল্য...
প্রসঙ্গত, এর আগেও একাধিক বার চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। তৎকালিন সময় জেলা নেতৃত্ব কেবল উভয়পক্ষকে সতর্ক করেই দায় সেরেছে। জেলা নেতৃত্ব এক বলে যাচ্ছেন তার উল্টোটাই হচ্ছে এমনও দাবি করে ক্ষোভ উগরে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ।
১৭ এপ্রিল সোমবার নতুন ব্লক কমিটি ঘোষণা করেন চন্দ্রকোনা-২ ব্লক তৃণমূল সভাপতি প্রসূন ঘোষ। আর এই কমিটি ঘোষণা হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিরোধীতায় মন্তব্য করতে দেখা যায় তৃণমুলের এক উপপ্রধান থেকে অঞ্চল সভাপতিকেও যিনি এই কমিটিতে সাধারণ সম্পাদকের মতো পদ পাওয়া এক নেতাকেও।
যদিও এবিষয়ে চন্দ্রকোনা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূন ঘোষ জানান, ‘ব্লক কমিটি গঠনের আগে ব্লক থেকে অঞ্চল সমস্ত স্তরের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে জেলা সভাপতির অনুমোদন নিয়েই তা ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার সময় বলা হয়েছে যদি কেউ বাদ পড়ে যায় পরবর্তী সময়ে আলোচনার ভিত্তিতে তাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে, এমনি বিতর্ক হওয়ার কথা নয়। এনিয়ে প্রকাশ্য মুখ খোলা আমার মনে হয় দলের গাইডলাইন বিরুদ্ধে কাজ।‘
ব্লক কমিটি গঠনকে ঘিরে চন্দ্রকোনায় দলের নেতারা অপর নেতাদের বিরুদ্ধে প্রকাশ্য মুখ খুলে তাদের ক্ষোভ উগরে দেওয়ায় পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তিতে শাসকদল।