Rathyatra: রথের রশিতে টান নয়, তবে চন্দননগরে হল পূজার্চনা

এবছর কোভিড পরিস্থিতির মধ্যেও প্রশাসনিক সহযোগিতায় সমস্ত সরকারি নিয়ম মেনেই জগন্নাথ বলরাম সুভদ্রা কে রথে চাপানো হলো।

Updated By: Jul 12, 2021, 10:12 AM IST
Rathyatra: রথের রশিতে টান নয়, তবে চন্দননগরে হল পূজার্চনা

নিজস্ব প্রতিবেদন- গত বছরের মত বছরও কোভিড পরিস্থিতির কারণেই থমকে গেল চন্দননগরের রথযাত্রা। আড়াইশো বছরেরও বেশি সময় ধরে তলে আসা রথের দড়িতে টান পড়ে না এবছরও। গতবছর কোভিড পরিস্থিতির মধ্যে এই রথযাত্রা উৎসব থমকে যায় যার ফলে জগন্নাথ, বলরাম,  সুভদ্রা কাউকেই রথে চাপানো হয়নি। তবে এবছর কোভিড পরিস্থিতির মধ্যেও প্রশাসনিক সহযোগিতায় সমস্ত সরকারি নিয়ম মেনেই জগন্নাথ বলরাম সুভদ্রা কে রথে চাপানো হলো।

আরও পড়ুন: রথযাত্রা, লোকারণ্য মহা ধুমধাম’.....না, এবারে ভক্তশূন্য পুরীতে জারি ১৪৪ ধারা

সোমবার ভোরে চন্দননগরে জগন্নাথ মন্দিরে পুজো করে মূর্তি নিয়ে আসা হয় রথের সামনে। এরপর রথের সামনেও চলে পুজোপাঠ।  ন'টা নাগাদ সেই পুজোপাঠ শেষ হয়। এরপর প্রভুদের রথে তোলা হয়। সোমবার সারাদিন ধরেই প্রভুর ভোগ দান, পূজা পাঠ, নাম সংকীর্তন চলবে। সন্ধে ছটার সময় প্রভুদের নিজের বাসস্থানে নিয়ে যাওয়া হবে বলে জানান রথ পরিচালন সমিতির সহ-সভাপতি রবীন্দ্রনাথ মুখার্জি। অন্যদিকে এই প্রসঙ্গে চন্দননগর পৌরনিগম এর পরিচালন সমিতির সদস্য রাম চক্রবর্তী জানান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি সমস্ত নিয়ম মেনে এবছর রথের দড়িতে টান পড়বে না। তবে ধর্মীয় আচার মেনে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

.