আউশগ্রামে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রতিবাদী চেয়ারম্যানকে মারধরের অভিযোগ দলীয় সমর্থকদের বিরুদ্ধে

Updated By: Oct 11, 2017, 12:00 PM IST
আউশগ্রামে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রতিবাদী চেয়ারম্যানকে মারধরের অভিযোগ দলীয় সমর্থকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: জাতীয় সড়কের পাশে বেআইনিভাবে বালি জড়ো করার প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল নেতা। বর্ধমানের আউশগ্রামের এই ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধে উঠেছে মারধরের অভিযোগ। আক্রান্ত নেতার নাম কামরুল জামাল। তিনি আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান।

অভিযোগ, দীর্ঘদিন ধরে বটগ্রামে জাতীয়সড়কের ওপর বালি জড়ো করছিলেন তৃণমূল সমর্থক ডালিম শেখ এবং আপেল শেখ। বাধা দেন কামরুল জামাল। তারপরেই গতকাল গুসকরায় চায়ের দোকানে তাঁর ওপরে হামলা হয়। সংজ্ঞাহীন অবস্থায় কামরুল জামালকে লুটিয়ে পড়তে দেখে দলের কর্মীরাই তাঁকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে।

.