Dakshin Dinajpur: অভিনব প্রতিবাদ বালুরঘাটে, সাইকেলে পুরসভায় চেয়ারম্যান সহ কাউন্সিলররা
দক্ষিন দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে শেষ হয় বালুরঘাট পৌরসভায়।
নিজস্ব প্রতিবেদন: অভিনব প্রতিবাদ। সাইকেল চালিয়ে পৌরসভায় কাউন্সিলররা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত পরিবারগুলির। একদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে বেড়েছে পরিবহন খরচ। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। আর এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্র অথবা রাজ্য কোনও রাজনৈতিক দলই প্রতিবাদে সামিল হয়নি। এবার অভিনব পন্থায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন বালুরঘাটের পৌরসভার ২৫ কাউন্সিলর।
অভিনব এই বিক্ষোভে বালুরঘাট পৌরসভার সমস্ত কাউন্সিলর সহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌরসভায় পৌঁছালেন সাইকেলে চেপে। বালুরঘাট পৌরসভার মোট ২৫ ওয়ার্ডের কাউন্সিলর সহ, চেয়ারম্যান এবংভাইস চেয়ারম্যানরা নিজেরা সাইকেল চালিয়ে পৌরসভায় আসেন বুধবার।
আরও পড়ুন: চুরির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিসের তৎপরতায় ভিন জেলায় ধরা পড়ল গরু চোর
আরও পড়ুন: বদলে গেল ইতিহাস, বেসরকারিকরণ হয়ে গেল সিমলাগড় ষ্টেশন; নতুন নাম সিমলাগড় হল্ট
দক্ষিন দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে শেষ হয় বালুরঘাট পৌরসভায়।