পচা মাংসের কারবার রুখতে সিসিটিভি ক্যামেরা এবার ভাগাড়েও!

ভাগাড়ের মরা পশুর মাংস কারবার প্রথম নজরে আসে দক্ষিণ ২৪ পরগণার বজবজে।

Updated By: May 6, 2018, 02:14 PM IST
পচা মাংসের কারবার রুখতে সিসিটিভি ক্যামেরা এবার ভাগাড়েও!

নিজস্ব প্রতিবেদন : পচা মাংসকাণ্ডে তোলপাড় শহর। ভাগাড়ে মৃত পশু আসার পরই তা তুলে নিয়ে গিয়ে, সেই মাংসের প্রক্রিয়াকরণ। তারপর ফ্রিজারে মরা পশুর মাংস সংরক্ষণ করে রেখে তা বাজারে-রেস্তরাঁয় সরবরাহ করা। তদন্তকারীরা বলছেন, চক্র নয়, পচা মাংসের পুরো একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল।

এই পরিস্থিতিতে ভাগাড়ে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। রাজপুর- সোনারপুর ডাম্পিং গ্রাউন্ডে ইতিমধ্যে ২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জানা গেছে, পুরসভার কন্ট্রোলরুম থেকেই এই সিসিটিভি ক্যামেরাগুলির মাধ্যমে নজরদারি চালানো হবে।

আরও পড়ুন, ফেরিঘাটে বস্তায় পুরে পচা মাংস পাচার, রেস্তরাঁয় মিলল নষ্ট বিরিয়ানিও!

দিনকয়েকের মধ্যে আরও ১টি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে পুরসভা। এছাড়া পুরসভা অফিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাতেও চলছে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ। উল্লেখ্য, ভাগাড়ের মরা পশুর মাংস কারবার প্রথম নজরে আসে দক্ষিণ ২৪ পরগণার বজবজে।

.