সিটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, ৭ দিনের মধ্যে সারদা-রোজভ্যালির নথি চাইল সিবিআই

সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার কাছে এ বিষয়ে অভিযোগ করেন তদন্তকারী অফিসাররা।

Updated By: Jun 22, 2018, 11:52 AM IST
সিটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, ৭ দিনের মধ্যে সারদা-রোজভ্যালির নথি চাইল সিবিআই

নিজস্ব প্রতিবেদন: সারদা-রোজভ্যালি তদন্তে প্রয়োজনীয় সব নথির তালিকা তৈরি করে ৭ দিনের মধ্যে তা দিল্লিকে জানাতে হবে, নির্দেশ সিবিআই-এর। বিশেষ তদন্তকারী দলের (সিট) বিরুদ্ধে সঠিক সহযোগিতা করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার কাছে এ বিষয়ে অভিযোগ করেন তদন্তকারী অফিসাররা।

সিবিআই সূত্রে খবর, এবার থেকে আইন বিষয়ক পরামর্শকারী সেলকে জানিয়েই সব কাজ করতে হবে তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে। একই নিয়ম প্রযোজ্য হচ্ছে নারদের ক্ষেত্রেও। উল্লেখ্য, রাকেশ আস্থানার অসন্তোষের জেরে ইতিমধ্যে বদলি করা হয়েছে নারদকাণ্ডের তদন্তকারী অফিসার অভয় সিং-কে। সূত্রের মতে, নারদ তদন্ত সংক্রান্ত তথ্য নিয়ে মতবিরোধ হয় তদন্তকারী দলের মধ্যে। আর এই মতবিরোধেই তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। এ জন্যই এই বদলি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অভয় সিং-এর পদে স্থলাভিষিক্ত হবেন দিল্লির কোনও আইপিএস অফিসার। আরও পড়ুন- আস্থানার অসন্তোষে সরলেন নারদকাণ্ডের তদন্তকারী অফিসার

.