Cattle Smuggling Case: ফের বোলপুরে সিবিআই, জিজ্ঞাসাবাদ একাধিক অনুব্রত ঘনিষ্ঠকে

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আরও বেনামে বেশকিছু অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকেরা। সেই অ্যাকাউন্টগুলি থেকে কোটি কোটি টাকার লেনদেনে হয়েছে বলে জানা গিয়েছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা অস্থায়ী ক্যাম্প ডেকে পাঠান বেশ কিছু ব্যাংকের আধিকারিকদের।

Updated By: Jun 8, 2023, 07:11 PM IST
Cattle Smuggling Case: ফের বোলপুরে সিবিআই, জিজ্ঞাসাবাদ একাধিক অনুব্রত ঘনিষ্ঠকে

প্রসেনজিৎ মালাকার: বোলপুরের কালিকাপুর এলাকায়  অনুব্রত মণ্ডলের  বাড়ির পরিচারক বিদ্যুৎ বরণ গাইনের বাড়িতে বৃহস্পতিবার পৌঁছায় সিবিআই আধিকারিকেরা। খবর পাওয়া গিয়েছে অসুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছেন বিদ্যুৎ বরণ গায়েন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়।

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আরও বেনামে বেশকিছু অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকেরা। সেই অ্যাকাউন্টগুলি থেকে কোটি কোটি টাকার লেনদেনে হয়েছে বলে জানা গিয়েছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা অস্থায়ী ক্যাম্প ডেকে পাঠান বেশ কিছু ব্যাংকের আধিকারিকদের।

পাশাপাশি, অনুব্রত মণ্ডলের গাড়ির চালক তুফান মিদ্দা বৃহস্পতিবার সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে পৌঁছান। তার নামেও অ্যাকাউন্ট রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন: Frogs Marriage: ঢাক-সানাইয়ের বাদ্যি যোগে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে! দেখুন ছবিতে...

অন্যদিকে প্রায় এক ঘন্টা ধরে বিদ্যুৎ বরণ গায়েনকে জেরা করে সুকন্যা মন্ডলের নামে বেশ কিছু প্রপার্টির তথ্য পেয়েছে CBI আধিকারিকেরা। যে সম্পত্তিগুলি কেনাকাটায় যুক্ত ছিলেন বিদ্যুৎ বরণ গায়েন।

আরও পড়ুন: Bengal Weather Update: বর্ষা চলে এল... ৪৮ ঘণ্টাতেই বৃষ্টি শুরু রাজ্যে!

সিবিআই আধিকারিকরা সকালেই  প্রবেশ করে শান্তিনিকেতনের অস্থায়ী ক্যাম্পে।

সায়গেল হোসেন এর মায়ের অ্যাকাউন্টে দেড় কোটি টাকা নগদ জমা পড়েছিল। এমনই তথ্য পেয়েছে CBI আধিকারিকরা। সূত্রের খবর সেই কারণেই সেই সকল নথি বৃহস্পতিবার সংগ্রহ করেছে CBI আধিকারিকরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.