জাতীয় সড়কের উপর বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ১, আহত বহু
বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে যায় ভ্যানটি।
নিজস্ব প্রতিবেদন : বুধবারের পর বৃহস্পতিবার সাত সকালে ফের বাস দুর্ঘটনা। বুধবার বীরভূমে রামপুরহাট থেকে সাঁইথিয়া যাওয়ার পথে চাকা ফেটে যাত্রীবাহী একটি বাস পড়ে গিয়েছিল রাস্তার ধারে নয়ানজুলিতে। এদিন সাত সকালে নদীয়ার কৃষ্ণনগরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ মৃত্যু হল একজনের। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আরও পড়ুন, দু-তিনবার পাল্টি খেয়ে যাত্রীবোঝাই বাস পড়ল নয়ানজুলিতে!
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি কৃষ্ণনগর থেকে মায়াপুর যাচ্ছিল। মায়াপুর যাওয়ার পথে ধুবুলিয়াতে দুর্ঘটনাটি ঘটে। ধুবুলিয়াতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। বাসে ছিলেন জনা কুড়ি যাত্রী।
দুর্ঘটনার জেরে প্রত্যেকেই কমবেশি আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আহত বাস যাত্রীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। আহত যাত্রীদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতাল ও কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিত্সাধীন রয়েছেন আহত যাত্রীরা।
আরও পড়ুন, চিনারপার্কে নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা লরির
এদিকে, সেইসময় ওই স্থল দিয়ে যাচ্ছিল একটি ভ্যান। বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে যায় ভ্যানটি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ওই ভ্যানচালকের। মৃতের নাম বিশ্বজিত্ সেন। বয়স ৪০ বছর।