লাভপুরের দরবারপুরে নয়া চাঞ্চল্য, উদ্ধার পোড়া দেহাংশ
লাভপুরের দরবারপুরে নয়া চাঞ্চল্য। নতুন করে উত্তেজনা। উদ্ধার হল পোড়া দেহাংশ। তবে সবচেয়ে আশ্চর্যের, বিস্ফোরণস্থলে বা তার একেবারে আশেপাশে নয়, এই দেহাংশ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরে, একটি শুকনো পুকুরে। মাটির নিচে তা পুঁতে দেওয়া হয়। তাও আবার প্লাস্টিকে মুড়ে।
ওয়েব ডেস্ক : লাভপুরের দরবারপুরে নয়া চাঞ্চল্য। নতুন করে উত্তেজনা। উদ্ধার হল পোড়া দেহাংশ। তবে সবচেয়ে আশ্চর্যের, বিস্ফোরণস্থলে বা তার একেবারে আশেপাশে নয়, এই দেহাংশ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরে, একটি শুকনো পুকুরে। মাটির নিচে তা পুঁতে দেওয়া হয়। তাও আবার প্লাস্টিকে মুড়ে।
এতদূরে কীভাবে এল ওই পুড়ে যাওয়া দেহাংশ? বিস্ফোরণের তীব্রতায় উড়ে এসে এতদূরে পড়ার কোনও সম্ভাবনাই নেই। প্রত্যক্ষদর্শীরাও জানান, তাঁরা কয়েকজনকে ওই দেহাংশ পুঁতে দিয়ে যেতে দেখেছেন। তবে কিছু বলার আগেই এলাকা ছেড়ে পালায় তারা। স্বভাবতই প্রশ্ন জাগছে, তবে কি ৮ জন নয়, মৃতের সংখ্যা আরও বেশি? মৃত্যু ধামাচাপা দিতে, দেহ লোপাটের চেষ্টা চলছে?
আরও পড়ুন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নিগ্রহকাণ্ডে TMCP-র ভিতরেই শুরু কাজিয়া