ফের বিপর্যয়! ফাঁসিদেওয়ায় ভেঙে পড়ল ব্রিজ

ঘটনাস্থলে রয়েছে ফাঁসিদেওয়া থানার পুলিস। ট্রাকটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।

Updated By: Sep 7, 2018, 11:50 AM IST
ফের বিপর্যয়! ফাঁসিদেওয়ায় ভেঙে পড়ল ব্রিজ

নিজস্ব প্রতিবেদন: ফের ভেঙে পড়ল সেতু। শুক্রবার শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভেঙে পড়েছে সেতুটি। একটি খাল পারাপারের উদ্দেশ্যে সেতুটি ব্যবহৃত হত। এদিন সকালে সেই সেতুটিই ভেঙে পড়ছে। ব্রিজের উপর সেই সময় একটি ট্রাক ছিল। ব্রিজ ভেঙে ট্রাকটি নীচে পড়ে যায়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে রয়েছে ফাঁসিদেওয়া থানার পুলিস। ট্রাকটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৪টে ৪৫ মিনিট নাগাদ মাঝেরহাট ব্রিজ হঠাত্ ভেঙে পড়ে। এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে তিন জনের। আহত একাধিক। তাঁদের শহর এবং শহর সংলগ্ল হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিত্সার ভার নিয়েছে রাজ্য সরকার। মাঝেরহাট ব্রিজের নীচ দিয়ে গিয়েছে শিয়ালদহ-বজবজ শাখার রেল লাইন। সবমিলিয়ে এই ব্রিজ বিপর্যয়ের ঘটনায় শহর জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। রাজ্যের তরফে এই ঘটনার তদন্ত করে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়র।

শহরের অন্যান্য ব্রিজগুলির বেশ কয়েকটির রক্ষণাবক্ষণও অতি জরুরি বলে মনে করছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ বিষয়ে বৈঠক হয়।

.