পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ৭০টি বোমা!
পুকুরে জাল ফেলার পর, উঠে আসে বোমা।
নিজস্ব প্রতিবেদন : পুকুর থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হল কোচবিহারের দিনহাটায়। এদিন দিনহাটার ভেটাগুড়িতে একটি পুকুর থেকে উদ্ধার হয় কম করে ৭০টি বোমা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
একটি পুকুর থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিস। বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিস। জানা গিয়েছে, পুকুরে আজ মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় কয়েকজন মৎস্যজীবী। পুকুরে জাল ফেলার পর, উঠে আসে বোমা। পুকুরের মধ্যে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। তাঁদের চিৎকারে জড়ো হয়ে যায় গ্রামের মানুষ।
আরও পড়ুন, নিষেধ সত্ত্বেও জোর করে নাচানাচি, সদ্যোজাতের মৃত্যুতে বৃহন্নলাদের বিরুদ্ধে কঠোর ধারা প্রয়োগ
আরও পড়ুন, রাতে ফোন করে ডাকে কেউ! সকালে বাড়ির অদূরে মিলল যুবতীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ
প্রসঙ্গত, গত এপ্রিল-মে-তে লোকসভা নির্বাচনের পর থেকে মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটার ভেটাগুড়ি। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের খবর সামনে এসেছে। পুলিসের গাড়ি লক্ষ্য করে চলেছে গুলিও। এসবের মধ্যে আজ ৭০টিরও বেশি বোমা উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।