স্বাস্থ্যবিমার কুপন বিলি নিয়ে বচসা, তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রামে ঢুকতে বাধা দেয় বিজেপি আশ্রীত কিছু দুষ্কৃতী। 

Updated By: Sep 24, 2019, 02:22 PM IST
স্বাস্থ্যবিমার কুপন বিলি নিয়ে বচসা, তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি

নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য বিমা কার্ডের কুপন বিলিকে কেন্দ্র করে বোমাবাজি। তৃণমূল নেতাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কালনার নাদনঘাটের গহক গ্রামে। আহতরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

 

২৬ সেপ্টেম্বর কালনার নাদনঘাট থানা এলাকার গহক গ্রামে স্বাস্থ্যসাথী প্রকল্পের একটি ক্যাম্প হওয়ার কথা। তার জন্য বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্যসাথীর কুপন বিলির কাজ শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

কেন্দ্রের আপত্তি অগ্রাহ্য করেই আজ বর্ধমানের নতুন সেতু উদ্বোধনের পথে রাজ্য, ব্যারিকেড লাগিয়ে পোস্টার রেলের

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রামে ঢুকতে বাধা দেয় বিজেপি আশ্রীত কিছু দুষ্কৃতী। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তৃণমূলকর্মীদের গ্রাম থেকে বার করতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এলাকায় সিভিক ভলেন্টিয়ার থাকলেও, বোমার শব্দ শুনে তাঁরাও পালিয়ে যান বলে অভিযোগ। যদিও বিজেপির তরফে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tags:
.